ঢাকা প্রিমিয়ার লিগে আজ বিরতি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
ঢাকা প্রিমিয়ার লিগে আজ বিরতি। সোমবার রয়েছে ছয় ম্যাচ। মিরপুরে সকাল ৯টায় মুখোমুখি হবে শাইনপুকুর ও প্রাইম দোলেশ্বর। দুপুর দেড়টায় শেখ জামাল লড়বে মোহামডানের বিপক্ষ। বিকেএসপির দুই মাঠে রয়েছে চার ম্যাচ।
সকাল ৯টায় আবাহনীর প্রতিপক্ষ খেলাঘর আর ওল্ড ডিওএইচএস খেলবে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। দুপুর দেড়টায় তামিমের প্রাইম ব্যাংকের প্রতিপক্ষ পারটেক্স আর বিগ ম্যাচে রূপগঞ্জ লড়বে গাজী গ্রুপের বিপক্ষে। চলিত আসরে অপ্রতিরোধ্য দুই চিরপ্রতিদ্বন্দ্বি আবাহনী ও মোহামেডান। তিন ম্যাচে শতভাগ জয় সাদা-কালো ও আকাশী-নীলদের। তবে নেট রান রেটে এগিয়ে টেবিলের শীর্ষে আবাহনী। সমান ম্যাচে দুই জয়ে টেবিলের তিনে প্রাইম দোলেশ্বর। আর সমান জয়ে তালিকার চারে প্রাইম ব্যাংক। আসরে এখনও জয়ের মুখ দেখেনি পারটেক্স ও লেজেন্ড অব রূপগঞ্জ। বাকী দলগুলো পেয়েছে একটি জয়।