ঢাকা টেস্টকে সামনে রেখে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১
- / ১৫৬১ বার পড়া হয়েছে
ঢাকা টেস্টকে সামনে রেখে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দল। শেষ দিনের প্রস্তুতি ব্যস্ত ছিলেন দুদলের ক্রিকেটাররা।
একাডেমি মাঠে অনুশীলন করেছে পাকিস্তান আর মূল মাঠে প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। সকাল ১০ থেকে দুপুর ১টা পর্যন্ত অনুশীলন করে দুদলে ক্রিকেটাররা। কাল সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। মিরপুরে সকাল ১০টায় শুরু হবে ম্যাচ। চট্টগ্রাম টেস্টে হেরে সিরিজে পিছিয়ে আছে বাংলাদেশ। তাই শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া স্বাগতিকরা। বাংলাদেশ একাদশে পরিবর্তন আসবে নিশ্চিত। তিন পরিবর্তনের সম্ভাবনা প্রবল। সাকিবের অন্তর্ভূক্তি দলের আত্মবিশ্বাস বেড়েছে বলে জানিয়েছেন অধিনায়ক মমিনুল হক।