ঢাকা টু রংপুর রোড মার্চ ঘোষণা গণতন্ত্র মঞ্চের

- আপডেট সময় : ০১:২৫:১০ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩
- / ১৬৩১ বার পড়া হয়েছে
গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করতে আগামী ৪ থেকে ৭ জনু ঢাকা টু রংপুর রোড মার্চের ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ। রাজধানীর মালিবাগ রেল গেটের সামনে পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ এ ঘোষণা দেন গণতন্ত্র মঞ্চের নেতারা। সরকার পতন আন্দোলনে সফল না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে বলে হুশিয়ারী দেন তারা।
সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবি আদায় ধারাবাহিক কর্মসূচি হিসাবে পদযাত্রা করে গণতন্ত্র মঞ্চ। পদযাত্রা শুরু আগে রাজধানীর মালিবাগ রেল গেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ দেশের শাসন ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানোর জন্য নিরপেক্ষ নির্বাচন গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন রাষ্ট্র সংস্কর আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম।
জেএসডির সহ-সভাপ্রতি তানিয়া রব দেশের জন্য নিষেধাজ্ঞা লজ্জার উল্লেখ করে বলেন, এবার জনগণের মুক্ত কন্ঠে কথা বলতে পারবে।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, দেশে সুষ্ঠু নির্বাচনের হয় না বলেই ভিসা নীতির পদক্ষেপ নেওয়া হয়েছে।
সরকার বিশ্বের দরবারে দেশে সম্মান ভূলন্ঠিত করেছে উল্লেখ করে নাগরিক ঐক্য সভাপতি মাহমুদর রহমান মান্না হুশিয়ারী দেন, সফল না হওয়ার পর্যন্ত গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই অব্যাহত থাকবে।
সমাবেশে গণতন্ত্র মঞ্চের পক্ষে থেকে কর্মসূচি ঘোষণা করেন বিপ্লবী ওয়ার্কাস পাটির সাধারণ সম্পাদক সাইফুল হক।
সমাবেশ শেষে গণতন্ত্র মঞ্চের শরিক দলগুলোর অংশ গ্রহণে বিশাল পদযাত্রায় অংশ নেয় নেতারা। বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় মালিবাগ রেল গেট থেকে মেরুল বাড্ডায় গিয়ে শেষ হয় পদযাত্রাটি।