ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে থ্রি-হুইলারের দৌরাত্ম্য

- আপডেট সময় : ০৪:১৪:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- / ১৫০৬ বার পড়া হয়েছে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে থ্রি-হুইলারের চলাচল বেড়েই চলেছে। দেশের ‘লাইফ লাইন’ হিসেবে পরিচিত ব্যস্ততম এ মহাসড়কে দ্রুতগতির যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে দিন-রাত সমানতালে চলছে অবৈধ ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশা ও নসিমন। নিয়মনীতির তোয়াক্কা না করে এসব পরিবহন অনেক সময় উল্টো পথেও ছুটে চলছে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা; যাচ্ছে প্রাণ অথবা পঙ্গুত্ব বরণ করতে হচ্ছে অনেককে।
ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ১০৫ কিলোমিটার এলাকায় অবাধে চলছে থ্রি-হুইলার। অবৈধ বেপরোয়া গতির এ অটোরিক্সার কারণে যানজটের পাশাপাশি ঘটছে দুর্ঘটনা। বাসচালকেরা জানান, রাস্তায় দুর্ঘটনা ঘটে ব্যাটারি চালিত অটোরিক্সার কারণে।
স্থানীয়রা বলছেন, সড়কে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে থ্রি-হুইলারের কারণে। কারণ এই যানের চালকেরা কোনো প্রশিক্ষণ না নিয়েই সড়কে গাড়ি নিয়ে নামেন।
মহাসড়কে থ্রী হুইলার বন্ধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ বিষয়ে মহাসড়কের আশেপাশের বাসিন্দা, চালক ও যাত্রীদের সহযোগিতার অহব্বান জানান এ কর্মকর্তা।
এ বছর সেপ্টেম্বর পযর্ন্ত ঢাকা-কুমিল্লা মহাসড়কের কুমিল্লার অংশে মোট ৪৬৫টি দুর্ঘটনায় প্রান যায় ২৮৪ জনের, আহত হয়েছে ৫০৯
জন। এমন চিত্র যাতে ভবিষ্যতে না দেখতে হয় এবিষয়ে আরও সতর্ক হবে প্রশাসন এমনটাই প্রত্যাশা সকলের।