ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু
																
								
							
                                - আপডেট সময় : ০৭:৩৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩
 - / ১৯৮৯ বার পড়া হয়েছে
 
শুরু হয়েছে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল। রেল মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবির এ যাত্রার সূচনা করেন। প্রথমদিন ১ হাজার ২০ জন যাত্রী নিয়ে ২০টি বগি সম্বলিত অত্যাধুনিক একটি ট্রেন রওনা দেয় রাজধানীর উদ্দেশ্যে। যেটি পৌঁছাতে সময় লাগবে ৮ ঘণ্টা ১০ মিনিট।
শুক্রবার বেলা সাড়ে ১২টায় হুইসেল বাজিয়ে দেশের প্রথম আইকনিক রেল স্টেশন ছেড়ে যায় কক্সবাজার এক্সপ্রেস। এর মধ্যদিয়ে কক্সবাজারের পর্যটন শিল্পে যুক্ত হলো আরামদায়ক যাতায়াতের নতুন মাত্রা। এতে খুশি স্থানীয় এবং পর্যটকরা।
এদিকে নতুন রেলস্টেশনে যাত্রীদের নিরাপত্তা জোরদার করেছে টুরিস্ট পুলিশ। একই দিনে রাত ১০টার দিকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকেও উদ্বোধন হবে ট্রেনটির। রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসান উপস্থিত থেকে কক্সবাজারগামী যাত্রিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এর আগে কক্সবাজার প্রান্তে বাণিজ্যিক যাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন রেলমন্ত্রণালয় সচিব। এর আগে ১১ নভেম্বর আইকনিক রেলস্টেশন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
																			
																		














