ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন প্রতিযোগিতার প্রথম প্রস্তুতি সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৭:২৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নেতৃত্বে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন প্রতিযোগিতার প্রথম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে নগর ভবনের বুড়িগঙ্গা হলে ম্যারাথন প্রতিযোগিতার প্রথম প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় দ্রুততম সময়ের মধ্যে সকল দূতাবাস ও এ সংশ্লিষ্ট সকল দেশি-বিদেশি ক্রীড়া সংগঠনকে পত্র মারফত জানানোসহ প্রয়োজনীয় সকল যোগাযোগ সম্পন্ন করা এবং আয়োজন সফল করার লক্ষে সকল উপ-কমিটি গঠন করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপ বলেন, মুজিববর্ষের মহান বিজয় ও স্বাধীনতা দিবসে একটি আত্মমর্যাদাশীল ঢাকাকে বিশ্বব্যাপী পরিচিত করতে এই আয়োজন। সে আয়োজনে কোন কমতি রাখা যাবে না এবং আয়োজন হতে হবে জাঁকজমকপূর্ণ।
এ সময় তিনি ডিএসসিসি’র সকল স্তরের কর্মকর্তাদেরকে স্ট্যান্ডিং কমিটিকে প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বয় করার নির্দেশনা দিয়ে বলেন, একটি বিশ্বমানের প্রতিযোগিতা আয়োজনে সকলেই নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনে এগিয়ে আসবেন বলে।