ঢাকায় শুরু হয়েছে দশ দিনব্যাপী হুবার মেলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৫:০৬ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৯০ বার পড়া হয়েছে
ক্রেতাদের হাতের নাগালে আরও সহজে পণ্য পৌঁছে দিতে ঢাকায় শুরু হয়েছে দশ দিনব্যাপী হুবার মেলা। সকালে গুলশান ডাস্টার লিমিটেডের কর্পোরেট অফিসে মেলার উদ্বোধন করেন হুভার বাংলাদেশ ও ডাস্টার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ সাইদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক আ.ন.ম জহিরুল আবেদীনসহ অন্য কর্মকর্তারা। তারা জানান, মেলাতে যে কোনো পণ্য কিনলেই ক্রেতারা পাচ্ছেন ৫ থেকে ১০ হাজার টাকার গিফট ভাউচার। হুভার প্রায় ১০০ বছর ধরে বিশ্বব্যাপী তাদের ব্যবসা পরিচালনা করছে। বর্তমানে ফ্লোর-কেয়ার ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে তারা প্রথম স্থানে রয়েছে বলেও জানান ম্যানেজিং ডিরেক্টর। এবারের মেলায় হুভারের ফ্লোর ক্লিনার, ভ্যাকিউম ক্লিনার, কার ওয়াশারসহ ৫টি পণ্য প্রদর্শন করা হচ্ছে।










