ঢাকায় বঙ্গবন্ধু সামরিক যাদুঘর উদ্বোধন

- আপডেট সময় : ০৮:১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
সার্বভৌমত্ব রক্ষায় সক্ষম সশস্ত্র বাহিনী গড়ে তোলার কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু সামরিক যাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রতিটি কাজের সমালোচনা আছে, তা অতিক্রম করেই বাংলাদেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। অভ্যন্তরীণ সমস্যা থাকলে তা দেশেই সমাধান করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ বিষয়ে বাইরের কারও হস্তক্ষেপ দরকার নেই। পার্বত্য শান্তিচুক্তিতে বিদেশি শক্তিকে প্রশ্রয় দেয়া হয়নি বলেও উল্লেখ করেন শেখ হাসিনা।
ক্ষুদ্র পরিসর থেকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী জাদুঘর এখন মুক্তিযুদ্ধের ইতিহাসের বিশাল সংগ্রহশালায় পরিণত হয়েছে। রাজধানীর বিজয়সরণীতে নির্মিত বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের ৬টি অংশে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও ৩ বাহিনীর বিভিন্ন কার্যক্রমসহ সংরক্ষণ করা হয়েছে ইতিহাসের নানা নিদর্শন।
গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধুর পররাষ্ট্র নীতি বাস্তবায়ন ও পার্বত্য শান্তি প্রতিষ্ঠা অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
তথ্য-উপাত্ত ও প্রমাণ দিয়ে সমূদ্রসীমা অর্জন ও সম্পদ আহরণ আওয়ামী লীগ সরকারেরই সাফল্য বলে উল্লেখ করেন সরকার প্রধান।
কাজের সমালোচনা অতিক্রম করেই এগিয়ে চলার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
বঙ্গবন্ধু সামরিক জাদুঘর একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হবে বলেও আশা করেন প্রধানমন্ত্রী।