ঢাকায় ফিরলেন ইউক্রেনে রুশ হামলায় ক্ষতিগ্রস্থ বাংলাদেশী ২৮ নাবিক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
দুপুরে ঢাকায় ফিরেছেন ইউক্রেনে রুশ হামলায় ক্ষতিগ্রস্ত বাংলার সমৃদ্ধি জাহাজের নাবিকরা।
বাংলার সমৃদ্ধি জাহাজের ২৮ নাবিক দুপুর সোয়া ১২টায় ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে গতরাত পৌনে ১০টায় রোমানিয়ার বুখারেস্ট থেকে তাদের নিয়ে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট রওনা দেয়। পথে ইস্তাম্বুলে যাত্রাবিরতি দিয়ে তারা ঢাকায় ফেরেন। ইউক্রেইনের ওলভিয়া বন্দরের চ্যানেলে আটকা থাকা জাহাজটি থেকে উদ্ধার পাওয়ার ৩ দিন পর মালদোভা সীমান্ত পার হয়ে রোববার রোমানিয়ায় পৌঁছান বাংলার সমৃদ্ধির এই নাবিক ও প্রকৌশলীরা। তবে জাহাজের প্রকৌশলী নিহত হাদিসুর রহমানের মরদেহ এখনো দেশে আনা সম্ভব হয়নি ।










