ঢাকায় চাঁদাবাজি ও প্রতারক চক্রের মূল হোতা বিল্লাল খানসহ ৬ সদস্য গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৩:২৫ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
ঢাকায় শীর্ষ সন্ত্রাসীদের নামে চাঁদাবাজি ও প্রতারক চক্রের মূল হোতা বিল্লাল খানসহ ৬ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির সাইবার ইউনিট।
দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে মিডিয়া উইংয়ের ডিসি ওয়ালিদ হোসেন বলেন, ফাইভ স্টার ও সেভেন স্টারের পলাতক সন্ত্রাসীদের নাম ভাঙ্গিয়ে ঢাকা-নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় চাদাবাজি করছিল তারা। এসময় ওয়ালিদ হোসেন আরো জানান, কক্সবাজারের এক ব্যবসায়ীর করা অভিযোগ তদন্ত করে প্রতারক চক্রের মূল রহস্য উদঘাটন করে সাইবার ইউনিট। এসময় তিনি বলেন, প্রতারনা কাজে চক্রটি তিন ভাগে বিভক্ত হয়ে নানা কৌশলে চাঁদা আদায় করে আসছে।