ঢাকায় এসে পৌঁছেছে মডার্নার ১২ লাখ, সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকা

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের আওতায় মডার্নার ২৫ লাখ টিকার প্রথম ডোজের ১২ লাখ টিকা এসেছে গতরাতে। একই সংগে চীনের সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকাও মধ্যরাতে ঢাকায় এসে পৌঁছেছে।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক উপস্থিতিতে মডার্নার টিকা বাংলাদেশের কাছে হস্তান্তর করে যুক্তরাষ্ট্র দূতাবাস।
মডার্নার ভ্যাকসিন গ্রহণ করে ভ্যাকসিন দেবার জন্য যুক্তরাষ্ট্রকে আন্তরিক ধন্যবাদ জানান স্বাস্থ্যমন্ত্রী। আগামী আগস্টে ভারত থেকে অ্যাস্টেজেনেকার টিকা পাবার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, প্রতিটি নাগরিকের জন্য ভ্যাকসিন কেনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। টাকা নিয়ে সমস্যা নেই। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার বলেন, মহামারি মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র।