ঢাকাস্থ সিরাজগঞ্জবাসীর সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৫:৩৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
- / ১৬২০ বার পড়া হয়েছে
ঢাকাস্থ সিরাজগঞ্জবাসীর ডাইরেক্টরী ও জেলায় ২৫ হাজার ভলান্টিয়ার তৈরির বিষয়ে সংবাদ সম্মেলন করেছে গোল্ডেন বাংলাদেশ। সিরাজগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোল্ডেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ঢাকাস্থ সিরাজগঞ্জবাসী ডাইরেক্টরীর উদ্যোক্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হেলাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকার প্রধান সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকিরুল ইসলাম সান্টু, দৈনিক কলম-সৈনিক পত্রিকার সম্পাদক ও ইতিহাস গবেষক মোহাম্মদ হামিদ, এটিএন বাংলা ও এটিএন নিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি এবং সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সস্পাদক ফেরদৌস হাসান। অনুষ্ঠানে সাংবাদিক ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত অতিথিদের হাতে ঢাকাস্থ সিরাজগঞ্জবাসী ডাইরেক্টরীর ৪র্থ সংস্করণ তুলে দেন এবং ডাইরেক্টরীর বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। ডাইরেক্টরীটিতে ঢাকায় বসবাসকারী এবং বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানে কর্মরত সিরাজগঞ্জের কৃতী সন্তানসহ স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও মেয়রদের বিস্তারিত তথ্য রয়েছে।










