ঢাকাসহ চার বিভাগের কোথাও কোথাও দু’দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিঅব্যাহত থাকবে
- আপডেট সময় : ০৭:০৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
- / ১৭৩১ বার পড়া হয়েছে
ঢাকাসহ চার বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি দু’দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপটি আরও শক্তি সঞ্চয় করছে। যা বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও যশোরের স্থলভাগে অবস্থান করছে।
এর প্রভাবে দেশের সমুদ্রবন্দরগুলো এবং দেশের উপকূলীয় এলাকায় জারি করা তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। লঘুচাপের প্রভাবে ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোনো কোনো জায়গায় ভারি বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। পরবর্তী দুদিনে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। ফলে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে।
















