ঢাকার দুই সিটি কর্পোরেশনের মতোই চট্টগ্রাম সিটির নির্বাচনেও নিস্ক্রিয় জামায়াতে ইসলামী

- আপডেট সময় : ১১:০৭:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
জাতীয় সংসদ নির্বাচনের পর প্রকাশ্যে রাজনৈতিক তৎপরতায় নেই যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামী। ঢাকার দুই সিটি কর্পোরেশনের মতোই চট্টগ্রাম সিটির নির্বাচনেও নিস্ক্রিয় দলটি। এমনকি তাদের প্রধান শরীক বিএনপির প্রার্থীর প্রচারণায়ও অংশ নিচ্ছে না জামায়াতের নেতাকর্মীরা। যদিও বিএনপি বলছে, রাজনৈতিক সিদ্ধান্তে প্রকাশ্য প্রচারণায় না এলেও, ভোটের মাঠে ঠিকই সমর্থন আছে শরীকদের। আর বিশ্লেষকরা বলছেন, নতুন করে ক্ষতিগ্রস্ত হওয়ার ভয়ে, জামায়াতকে এড়িয়ে চলছে বিএনপি।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ঘাম ঝড়ানো প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাৎ হসেন। চার দলীয় জোট, ২০ দলীয় জোটের পর ঐক্যফ্রন্টসহ অন্তত দুই ডজন দলের নেতৃত্বে তার দল থাকলেও নির্বাচনী প্রচারণায় বিএনপি ছাড়া কেউ নেই পাশে। জোটের দ্বিতীয় বৃহত্তম দল জামায়াতে ইসলামী। ঢাকার নির্বাচনের মতো চট্টগ্রামেও শরীকের দেখা পাচ্ছে না বিএনপি। আর রাজনীতি বিশ্লেষকরা বলছেন, জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে বিএনপি।দেরিতে হলেও বিষয়টি বুঝতে পারায় প্রকাশ্য কর্মসুচীতে তাদের অন্তর্ভুক্ত করছে না দলটি।
তবে জামায়াতের সঙ্গে দুরত্ব বাড়ার বিষয়টি অস্বীকার করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বললেন, জোট করা হয়েছে শুধু জাতীয় নির্বাচনের জন্য। স্থানীয় নির্বাচনে জোটবদ্ধ প্রচারণা আগেও ছিল না। এ নিয়ে জামায়াতের কোন নেতা প্রকাশ্যে কথা বলতে রাজি হয়নি। তবে তাদের দাবি, সুষ্ঠু নির্বাচন নিয়ে শংসয় থাকায়, রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েই নির্বাচনী প্রক্রিয়া এড়িয়ে চলছে জামায়াত।