গর্ত থেকে সন্ত্রাসীদের বের করে আনবে আইনশৃঙ্খলা বাহিনী : হাছান মাহমুদ

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
- / ১৮৬৬ বার পড়া হয়েছে
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, শেষ সন্ত্রাসী গ্রেপ্তারকৃত না হওয়া পর্যন্ত গ্রেপ্তার অব্যাহত থাকবে। তাদের নির্মুল করা হবে বলে জানিয়েছেন।
সকালে সচিবালয়ে ব্রিগেড ‘৭১ আয়োজিত ধর্মান্ধ ও স্বাধীনতা বিরোধী দলগুলোর রাজনীতি এবং আমাদের করণীয়” শীর্ষক আয়োজিত সেমিনারে তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী আরও বলেন, গর্ত থেকে তাদের বের করে আনবে আইনশৃঙ্খলা বাহিনী। প্রধানমন্ত্রী যখন দেশ এগিয়ে নিয়ে যাচ্ছে, তখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি। এদের প্রতিহত করতে হবে বলেও জানান ড. হাছান মাহমুদ।