ড্রিম হলিডে পার্কে ঈদের আনন্দে মেতেছেন দর্শনার্থীরা

- আপডেট সময় : ০৪:১৪:০৪ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২
- / ৩০৪৩ বার পড়া হয়েছে
নরসিংদীর চিত্তবিনোদন কেন্দ্র ড্রিম হলিডে পার্কে ঈদের আনন্দে মেতেছেন দর্শনার্থীরা। উচ্ছ্বাস আর আনন্দে তাদের মাঝে ছিল স্বস্তির ছোঁয়া। ঈদ উপলক্ষে পার্কটিতে সংযোজন করা হয়েছে নতুন নতুন রাইডস। এদিকে বিগত বছরের ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা পার্ক কতৃপক্ষের।
ডিজে মিউজিকের তালে তালে ওয়াটার কিংডমে পানির ঢেউয়ে দুলে নেচে গেয়ে আনন্দ করেছেন শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ সব বয়সের মানুষ। চলছে হৈ হুল্লোড়, দাপাদাপি আর আনন্দ-চিৎকার। বোঝা যাচ্ছে নগরের বাইরের এসে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে মনের আনন্দে চলছে ঈদ উদ্যাপন। এছাড়া এখানে এলেই দেখা মিলবে স্বপ্নের পদ্মা সেতুতে চলছে স্কাই ট্রেন। উৎসবের এই আড্ডায় পরিবার পরিজন অনেকেই চড়ছেন প্যাডেল বোটে, ঘুরে ঘুরে দেখছেন ভূতের রাজ্যসহ বিভিন্ন রাইড।
এদিকে হিমালয় পর্বতের সাদৃশ্য ‘ফেনটম হিল’ দেখে মুগ্ধ হচ্ছে অনেকেই। পাশাপাশি রয়েছে, ড্রিম আইকন, ক্যাবলকার, ওয়াটার রয়েলকার, বুলেট ট্রেন, রোলার কোস্টার, বাম্পার কার, স্পিড বোট, সোয়ান বোটসহ নানা আকর্ষণীয় রাইডস। এসব রাইডে চড়ে অন্যরকম এক অনুভূতি খুঁজে পেয়েছেন বিনোদনপিয়াসীরা।
পার্ক কর্তৃপক্ষ বলছেন, এবছর দর্শনার্থীদের আগমন বিগত সময়ের ক্ষতি পুষিয়ে দিবে। এছাড়া, দর্শনার্থীদের জন্য রয়েছে বিশেষ নিরাপত্বা ব্যবস্থা।প্রায় ১৬০ বিঘা জমির ওপর নির্মিত এ পার্কটিতে রয়েছে ২৫টি আকর্ষণীয় রাইডস। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকছে পার্কটি।