ড্রাগন ফল চাষ করে সারা ফেলেছে গাজীপুরের মাসুম রানা

- আপডেট সময় : ০৩:০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
- / ১৬৮৬ বার পড়া হয়েছে
ড্রাগন ফল চাষ করে সারা ফেলেছে গাজীপুরের মাসুম রানা। প্রথম বছরেই প্রায় ৩০ লাখ টাকা আয়ের সম্ভাবনা রয়েছে। অল্প খরচে লাভ বেশি হওয়ায় বিদেশি এই ফল চাষে আগ্রহী হয়ে উঠেছে অনেকে। ড্রাগন ফল চাষে সব ধরনের সহযোগিতা করছে কৃষি বিভাগ।
গাজিপুরের কালিয়াকৈরের মধ্যপাড়া গ্রামের মাসুম রানা। পেশায় একজন ব্যাবসায়ী।
শখ করেই শুরু করেন তুরাগ এগ্রো ফার্ম নামের এই ড্রাগন ফলের বাগান।
গেল বছর ৫ বিঘা জমিতে ৯ হাজার তিনশত চারা রোপন করেন তিনি।
রোপনের প্রথম বছরেই ফল আসে তার বাগানে। এখন প্রতিদিন কয়েক মন ড্রাগন ফল বিক্রি করছেন এই বাগান থেকে।
তার সফলতা দেখে বিদেশী এই ফলের বাগান করতে আগ্রহী হয়ে উঠেছে অনেকে।
এ বাগানে কাজ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে অনেকে।
সরকারি সহযোগিতা পেলে বাগান আরো বড় করে এই ফল দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করতে চান তুরাগ এগ্রো ফার্মের বাগান মালিক।
ড্রাগন চাষ প্রসারের লক্ষে কৃষকদের সব ধরনের সহযোগি করছে কৃষি বিভাগ।
এ বছর গাজিপুরের বিভিন্ন উপজেলায় মোট আট হেক্টর জমিতে ড্রাগন ফল চাষ হয়েছে।