ড্যাফোডিল স্কুলের আয়োজনে ‘বিজয়ের ক্যানভাস’ চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
মহান বিজয় দিবস উপলক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের আয়োজনে ‘বিজয়ের ক্যানভাস’ শিরোনামে এক মনোজ্ঞ চিত্রাংকন প্রতিযোগিতা হয়েছে।
অনুষ্ঠানটি ভার্চ্যুয়াল বাস্তবতা সত্বেও অনুষ্ঠিত হয়। এই ব্যতিক্রমধর্মী চিত্রাংকন প্রতিযোগিতায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে পাঁচশ’র বেশি স্কুলশিক্ষার্থী অংশগ্রহণ করে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানটির সভাপতি প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. মাহামুদুল হাসান এবং প্রধান অতিথি ছিলেন চারুকলা সংসদের প্রিন্ট মার্কেটিং বিভাগের অবৈতনিক সম্মানিত অধ্যাপক রোকেয়া সুলতানা, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সাহানা খানসহ অন্যরা।



















