ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে একটি শপিং মলে বন্দুকধারীর হামলায় সাতজন প্রাণ হারিয়েছেন
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২
- / ১৫৯২ বার পড়া হয়েছে
স্থানীয় সময় রোববার ফিল্ডস নামের ওই শপিং মলে এ ঘটনা ঘটে। হামলার সঙ্গে জড়িত ২২ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোপেনহেগেনের পুলিশ অপারেশন্সের প্রধান ইন্সপেক্টর সোরেন থমাসেন বলেন, এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন, এবং বেশ কয়েকজন মারা গেছেন। এটি সন্ত্রাসী কার্যক্রম হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। তিনি আরও জানান, আটক ওই সন্দেহভাজন হামলাকারীর আরও কোনো সহযোগী আছে কিনা তা জানতে পুলিশ স্থানীয় জিল্যান্ড অঞ্চল জুড়ে ব্যাপক অনুসন্ধান অভিযান শুরু করেছে।
















