ডেনমার্ককে ২-১ গোলে হারালো ইংল্যান্ড

- আপডেট সময় : ১০:১৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরো চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে ডেনমার্ককে ২-১ গোলে হারালো ইংল্যান্ড। অতিরিক্ত সময়ে খেলে ৫৫ বছরের অপেক্ষার অবসান হলো থ্রি লায়নদের। এই হার দিয়ে শেষ হলো ডেনমার্কের এবারের ইউরোর স্বপ্নযাত্রা।
ম্যাচের ৩০ মিনিটে ডি বক্সের ঠিক বাইরে ফ্রি কিক পায় অতিথিরা। ওয়েম্বলির গ্যালারিকে স্তব্ধ করে দিয়ে ফ্রি কিক থেকে দুর্দান্ত এক গোল করেন ডেনমার্কের ২১ বছর বয়সী উইঙ্গার মিকেল ড্যামসগার্ড। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ্বের খেলা। ৩৮ মিনিটে প্রতিপক্ষের ভুলে সমতায় ফেরে ইংল্যান্ড। প্রাণ ফিরে আসে ওয়েম্বলিতে আর সেখানে থাকা ইংল্যান্ড দর্শকদের। নির্ধারিত ৯০ মিনিটে জয়সূচক গোল করতে পারেনি কোনো দলই ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ভিএআরে চেক করে পেনাল্টি পায় ইংল্যান্ড। বারবার ইংল্যান্ডের আক্রমণ রুখে দেয়া ক্যাসপার স্মাইকেল। ভুল হয়নি হ্যারি কেইনের শট আটকে দিতেও। কিন্তু ফিরতি শটে গোল করে পুরো ওয়েম্বলিকে আনন্দে ভাসান ইংল্যান্ড অধিনায়ক। ২-১ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড। পরের ১৫ মিনিটে আর গোল না হওয়ায় নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ইউরোর ফাইনালে জায়গা করে নেয় ইংল্যান্ড। এরফলে ১৯৬৬ বিশ্বকাপের পর আবারও কোনো বৈশ্বিক আসরের ফাইনালে উঠলো ইংল্যান্ড।