ডেঙ্গু প্রতিরোধে ঘরে ঘরে সচেতনতা তৈরী করা হচ্ছে : ঢাকা উত্তর সিটি করপোরেশন

- আপডেট সময় : ০১:১৯:৫২ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩
- / ১৫৯২ বার পড়া হয়েছে
ঘরে ঘরে গিয়ে সচেতন করার চেষ্টা অব্যাহত থাকবে জানিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রধান কর্মকর্তা বলেন, অসচেতন নাগরিকদের প্রয়োজনে জরিমানা আওতায় আনা হবে। রাজধানীর গুলশানে মশক নিধন কার্যক্রেমের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রচার প্রচারণার উপর জোর দেওয়া হচ্ছে জানিয়ে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, গতবছর মে মাসে ১৬৮ জন এবার ৮০০ ছাড়িয়ে গেছে। প্রয়োজনে ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালের ব্যবস্থা করবে সিটি করপোরেশ।
আবারও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি মোকাবিলায় আসন্ন বর্ষা মৌসুমে এডিশ মশার প্রকোপ নিয়ন্ত্রণে রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে বিশেষ মশক নিধন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
সপ্তাহব্যাপী কার্যক্রেমের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা।
আর প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ডেঙ্গুর পরিমাণ বৃদ্ধি পাওয়ায়, এবার প্রচার প্রচারনার ওপর জোড় দেয়া হয়েছে।
বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ডেঙ্গু ও চিকনগুনিয়া বিষয়ে নগরবাসীকে সচেতন করার ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান ব্রিঃ জেনারেল মোঃ জোবায়দুর রাহমান