ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ইব্রাহিম শেখ নামে একজনের মৃত্যু
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৪:১০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯
- / ১৬৭৭ বার পড়া হয়েছে
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনার বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ইব্রাহিম শেখ নামে একজনের মৃত্যু হয়েছে।
গেলো রাত একটার দিকে হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। স্বজনরা জানায়, জ্বর ও শ্বাসকষ্ট হওয়ায় বুধবার রাতে তাকে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গেলো রাতে মারা যান তিনি। খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এ নিয়ে ২৩ জনের মৃত্যু হলো। মৃত ইব্রাহিম শেখের বাড়ি খুলনার দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতী গ্রামে।

 
																			 
																		





















