ডুসাস এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:৫২:১১ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
- / ১৬০৪ বার পড়া হয়েছে
ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব সেনবাগ- ডুসাস এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এ গ্রুপ অব কোম্পানীজের সমন্বয়ক হাসান মঞ্জুর, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রফিকুল ইসলাম, এ্যাডভোকেট ইয়াসিন, নিজাম উদ্দিন, সংগঠনটির সাধারণ সম্পাদক কামরুজ্জাম।
অনুষ্ঠানে, সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্যরাও উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় হাসান মঞ্জুর বলেন, সেনবাগের সকল ছাত্র-ছাত্রীর জন্য তিনি সব-সময় কাজ করে যাবেন, সেনবাগের ছাত্র সংগঠনের সুখে-দু:খে সবসময় পাশে দাঁড়ানোর কথাও জানান তিনি। বিগত ৩৪ বছর ধরে সংগঠনগুলোর পৃষ্ঠপোষকতা করে আসছেও হাসান মঞ্জুর

এছাড়াও ইফতার ও দোয়া মাহফিলে সেনবাগের সকল কবরবাসী ও প্রবাসীদের জন্য দোয়া চেয়েছেন এস এ গ্রুপের এ সমন্বয়ক। অতিথিদের উৎসাহ পেয়ে প্রতি বছর এমন আয়োজনের কথা জানান ছাত্র সংগঠনের নেতারা।





















