ডিসেম্বরে বিএনপির আন্দোলনের পতন হবে : ওবায়দুল কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
- / ১৬৮৩ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ১০ ডিসেম্বর সরকারের নয়, বিএনপির আন্দোলনের পতনধ্বনি শুনতে পাওয়া যাচ্ছে।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শিল্প বিষয়ক এক সভায় এমন মন্তব্য করেন তিনি। সেতুমন্ত্রী বলেন, বিরোধী দলের সমাবেশে কোন বাধা দেয়া হচ্ছে না।
আওয়ামী লীগ প্রয়োজনে জেলে যাবে তবুও পালিয়ে যাবে না। দ্রব্যমূল্য লাগামহীন দাম বৃদ্ধি প্রসংগে ওবায়দুল কাদের বলেন, মানুষের কষ্ট লাঘবে এ সংকট থেকে পরিত্রাণই এখন সরকারের প্রধান কাজ।
সামরিক আমলে সংবিধান কেটেছিঁড়ে এর মর্যাদা নষ্ট করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।