ডিসেম্বরের মধ্যে মুন্সীগঞ্জের কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্কের কাজ শেষ হবে : শিল্পমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৪:০১ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
আগামী ডিসেম্বরের মধ্যে মুন্সীগঞ্জের কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্কের কাজ শেষ হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছামতী নদীর তীরে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে এসে তিনি একথা বলেন। করোনা ও বিভিন্ন কারণে প্রকল্পের কাজ কিছুটা থেমে গেলেও কাজ আবারো শুরু হয়েছে বলে জানান মন্ত্রী। এর সাথে মুদ্রণ শিল্প ও প্লাস্টিক শিল্প দু’টির প্রকল্প সমীক্ষা হয়ে গেছে। এই প্রকল্পগুলো ঘিরে মুন্সীগঞ্জের মানুষের বিশাল কর্মযজ্ঞ সৃষ্টি হবে বলেও মনে করছেন তিনি।