ডিসেম্বরের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে সবধরনের ঝুলানো কেবল অপসারণ হবে: তাপস
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৪:২৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০
- / ১৬২৯ বার পড়া হয়েছে
ডিসেম্বরের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে সবধরনের ঝুলানো কেবল অপসারণ হবে বলে জানিয়েছেন দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস।
দুপুরে পুরান ঢাকায় মহানগর মহিলা কলেজে মুজিব কর্নার ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তিনি । আর পর্যায়ক্রমে দক্ষিণ সিটি করপোরেশনের সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হবে।গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তাপস বলেন, ঢাকাকে জলাবদ্ধতা নিরসনে ইতোমধ্যে জলাশয় দখলে নিয়ে সেগুলোকে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম চলছে। পাশাপাশি পুরান ঢাকাকে একটি আধুনিক শহর গড়তে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রনয়ণ করা হচ্ছে বলেও জানান দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস।
























