ডিসেম্বরের মধ্যেই ৮০ থেকে ৯০ ভাগ মানুষকে টিকার আওতায় আনা হবে: হানিফ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৯:১৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, দেশে এখন আর ভ্যাকসিনের কোন সমস্যা নেই। ডিসেম্বরের মধ্যেই শতকরা ৮০ থেকে ৯০ ভাগ মানুষকে টিকার আওতায় আনা হবে।
দুপুরে কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসকদের সাথে মতবিনিময় সভায় যোগদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, করোনা মোকাবেলায় গ্রাম পর্যায়ে গঠিত কমিটির সাথে সমন্বয় করে স্থানীয় প্রশাসন কাজ করছে। ঘর থেকে বের হবার সময় প্রত্যেক নাগরিকের মুখে মাস্ক পড়া নিশ্চিত করতে হবে। আর করোনা চিকিৎসার জন্য যে সব সাপোর্ট দরকার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তা যথেষ্ট পরিমাণ আছে।





















