ডিবি কার্যালয়ের আপ্যায়ন নিয়ে মুখ খুললেন বিএনপি নেতা গয়েশ্বর

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩
- / ১৭৩৭ বার পড়া হয়েছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ডিবি প্রধানের অনুরোধের প্রেক্ষিতে এবং সৌজন্যতা রক্ষায় হারুনের বাসা থেকে আনা খাবার থেকে ভাতসহ হালকা সবজি ও রুই মাছের একটি টুকরা গ্রহণ করেন তিনি।
সরকার পতনের একদফা দাবিতে রাজধানীর প্রবেশপথে বিএনপি ঘোষিত অবস্থান কর্মসূচিতে শনিবার ঢাকার ধোলাইখাল এলাকায় অবস্থান নিয়েছিলেন বিএনপির এ নেতা। তার সঙ্গে ছিলেন দলের নেতাকর্মীরা। সেখানে সংঘর্ষের একপর্যায়ে আহত হন তিনি। এরপর তাকে নিয়ে যাওয়া হয় গোয়েন্দা পুলিশ কার্যালয়ে। সেখানে তার মধ্যাহ্ন ভোজের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় পুলিশ। ছবি ছড়ানোর বিষয়ে তিনি আরও বলেছেন, যারা এ কাজটি করেছে, এটি অত্যন্ত নিম্ন রুচির পরিচায়ক। এটা এক ধরনের তামাশাপূর্ণ নাটক।