ডিজেল ও কেরোসিনের দাম চিন্তা-ভাবনা করেই বাড়িয়েছে সরকার : পরিকল্পনামন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩৭:১১ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
ডিজেল ও কেরোসিনের দাম চিন্তা-ভাবনা করেই বাড়িয়েছে সরকার। ধর্মঘট করে কোন লাভ নেই বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
তিনি আরো বলেন, পৃথিবীর সব কিছু সরকারের নিয়ন্ত্রণে থাকে না। ডিজেল ও পেট্রোল উৎপাদনকারী দেশে দাম বাড়লে সরকারের কিছুই করা থাকে না। দুপুরে ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ নিয়ে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন পরিকল্পনামন্ত্রী। তিনি আরো বলেন, সকলের মত প্রকাশের সুযোগ আছে উল্লেখ করে জ্বালানীর দাম বৃদ্ধি ধর্মঘটে এর সমাধান পাওয়া যাবে না। সমাধানের জন্য আলোচনার সুযোগ আছে বলেও জানান এম এ মান্নান। এর আগে ৫০তম জাতীয় সমবায় দিবসে অনুষ্ঠানের উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী।