ডিজেলের দাম বাড়ায় বিপাকে বগুড়ার কৃষকরা

- আপডেট সময় : ০৫:৫১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
হঠাৎ করে ডিজেলের দাম বাড়ায় বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকর। সরাসরি প্রভাব পড়েছে কৃষি উৎপাদনে। দাম বেড়েছে সার, সেচ, বীজসহ কৃষি যন্ত্রপাতির। বাড়তি খরচ মেটাতে হিমশিম খাচ্ছে কৃষক। অনেক জমি অনাবাদি থাকার আশঙ্কা করছে তারা।
গ্রামে গ্রামে কৃষকের ঘরে এখন হতাশা। এমনিতেই উৎপাদিত বেশিরভাগ ফসলের উপযুক্ত দাম না পেয়ে ক্ষতিগ্রস্ত তারা। তার ওপর বেড়েছে জ্বালানি তেলের দাম। বিঘাপ্রতি যে জমিতে সেচ দেয়া হত ১ হাজার টাকায়, সেটা এখন ১৫শ’ টাকা। পাওয়ার টিলারে চাষ দেয়া হত ২৫০ টাকায়, সেটা বেড়ে হয়েছে ৩৫০ টাকা। উৎপাদন খরচ বিঘা প্রতি ৩ থেকে ৫ হাজার টাকা বেড়েছে।
কিন্তু ডিজেলের দাম বাড়লেও বাড়েনি ফসলের দাম। এ নিয়ে ক্ষুব্ধ কৃষকরা। লোকসান কমাতে কৃষি প্রণোদনা চান সকলেই। সরকারিভাবে উদ্যোগ নেয়া হলে প্রণোদনা দেয়া হবে, জানালেন এই কৃষি কর্মকর্তা প্রতি লিটারে ডিজেলের দাম বেড়েছে ১৫ টাকা আর চাষবাসে খরচ বেড়েছে প্রায় দ্বিগুন।