ডিজিটাল বাংলাদেশের সমালোচনাকারীরাই সবচে বেশি সুবিধাভোগী : প্রধানমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩
- / ২০৩৪ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডিজিটাল বাংলাদেশ নিয়ে সমালোচনাকারীরাই এখন সবচে বেশি সুবিধা ভোগ করছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের ইশতিহারের স্লোগান হবে স্মার্ট বাংলাদেশ।
স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্সের প্রথম সভায় শেখ হাসিনা, স্মার্ট বাংলাদেশের জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার বিষয়ে তাগিদ দেন। অনেক উন্নত দেশ থেকেও বাংলাদেশ এখন এগিয়ে আছে জানিয়ে তিনি বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী কাজ করায় দেশের সব ক্ষেত্রেই উন্নয়ন হয়েছে। বিশ্ব অর্থনেতিক সংকটের প্রভাব বাংলাদেশে পড়েনি। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। দেশের মানুষ প্রযুক্তির ক্ষেত্রে দক্ষ হয়ে উঠুক এটাই সরকারের পরিকল্পনা।