ডিজিটাল নিরাপত্তার প্রহরী সিলেটের তরুণ বিকাশ দাশ
- আপডেট সময় : ১২:৩৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
- / ১৬৩৪ বার পড়া হয়েছে
ফেসবুকের আইডি হ্যাক থেকে শুরু করে ইউটিউব বা জিমেইল ভেরিফিকেশন—ডিজিটাল দুনিয়ার এসব ঝামেলায় পড়েননি, এমন ব্যবহারকারী খুঁজে পাওয়া কঠিন। কিন্তু যখন সবার হাত-পা গুলিয়ে যায়, তখন ভরসার নাম হয়ে উঠেছেন সিলেটের তরুণ বিকাশ দাশ।
শুরুটা ছিল ছোট। আশপাশের পরিচিতদের আইডি রিকভারি করতে করতে বুঝলেন—এই সমস্যাটা শুধু কারও একার নয়, বরং হাজারো মানুষের। সেই উপলব্ধি থেকেই তৈরি হলো তার বিশেষ টিম, যারা আজ সাইবার সিকিউরিটি সমাধানে দেশের তরুণ প্রজন্মের অন্যতম আশ্রয়স্থল।
বছরের পর বছর অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে করতে বিকাশ দাশ কেবল একজন আইটি বিশেষজ্ঞই নন, বরং ডিজিটাল নিরাপত্তা সচেতনতার একজন সক্রিয় কর্মীও। অনেকেই তার সহায়তায় হারানো অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন, আবার অনেক তরুণ-তরুণী শিখেছেন নিরাপদে ইন্টারনেট ব্যবহার করতে।
“প্রযুক্তি মানুষকে এগিয়ে নিচ্ছে, তবে অসচেতনতা আমাদের পিছিয়েও দিচ্ছে,”—বললেন বিকাশ দাশ। তার লক্ষ্য, শুধু সমস্যার সমাধান নয়, বরং নতুন প্রজন্মকে প্রশিক্ষণ দিয়ে আরও সচেতন করে তোলা।
২০১২ সালে সাইবার জগতে প্রথম যাত্রা শুরু করেছিলেন তিনি। পথ চলায় বাধা-বিপত্তি কম আসেনি। তবুও হাল না ছেড়ে আজ তিনি প্রমাণ করেছেন—অধ্যবসায় আর দক্ষতা থাকলে সাইবার দুনিয়ায়ও গড়া যায় সাফল্যের গল্প।
আজ বিকাশ দাশ শুধু একজন সমস্যা সমাধানকারী নন, বরং অনেকের কাছে এক অনুপ্রেরণা, যিনি তরুণ প্রজন্মকে শিখিয়েছেন—ডিজিটাল জগতেও আস্থা তৈরি করা সম্ভব।




















