ডা. মুরাদ হাসানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ
																
								
							
                                - আপডেট সময় : ১২:৪১:৩০ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
 - / ১৫৯৬ বার পড়া হয়েছে
 
তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রাতে বঙ্গভবনে ইস্তফাপত্র পৌঁছালে তাতে সই করলে প্রজ্ঞাপন জারি হয়।
মঙ্গলবার দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পদত্যাগ করেন ডা. মুরাদ। তাকে দল থেকে বহিষ্কারের ব্যাপারে আগামী বৈঠকে সিদ্ধান্ত হবে বলে জানান, আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের। সেটি হলে তার এমপি পদও খারিজ হয়ে যাবে। সচিবালয়ে এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, তার কিছু বক্তব্যে সরকার ও দল বিব্রত। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলচ্চিত্র নায়িকা মাহিয়া মাহিকে নিয়ে দেয়া তার অশালীন বক্তব্য ভাইরাল হয়। এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে মাহিয়া মাহি বলেন, পরিস্থিতির শিকার হয়েছিলেন তিনি।
এদিকে, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় সাবেক তথ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির স্থায়ী কমিটি।
																			
																		














