ডাবরী সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত

- আপডেট সময় : ০৬:০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
- / ১৭৮৪ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরী সীমান্তে বাংলাদেশি দুই যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ ছাড়া বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে আরেক যুবক আহত হয়েছেন।
নিহতরা হলেন- মোকলেছ ও জহিরুল ইসলাম। ঠাকুরগাঁওয়ের হরিপুর থানার ওসি এ বি এম ফিরোজ ওয়াহিদ জানান, ভোরে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ নাগর নদীর উপশাখা শিরানী নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। এদিকে, কাঠালডাঙ্গী বিওপি’র কোম্পানি কমান্ডার এন্তাজুল হক বলেন, ভারত সীমান্তের ভেতরে এক বাংলাদেশিকে গুলি করে বিএএসএফ। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল এম এইচ হাফিজুর রহমান জানান, বিএসএফের গুলিতে সীমান্তে দুই বাংলাদেশির নিহত হয়েছেন। এ বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক হয়েছে। প্রক্রিয়া সম্পন্ন করে ভারতে থাকা যুবকের মরদেহ বিএসএফ দ্রুত ফেরত দেবে।