ডাকঘর সঞ্চয়ে সুদহার আগের মতোই অপরিবর্তিত থাকছে: অর্থমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
ডাকঘর সঞ্চয়ে সুদহার আগের মতোই অপরিবর্তিত থাকছে এমনটা জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অটোমেশন সম্পন্ন হওয়ার পর আগামী ১৭ মার্চ থেকে এর সুদহার আগের জায়গায় নিয়ে যাওয়া হবে।
দুপুরে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম-এর এ নতুন মডিউলটি উদ্বোধন করে তিনি এসব বলেন। প্রান্তিক সঞ্চয়কারীদের জন্য এটি ক্রয়ে কিছু ছাড় দেয়া হয়েছে। দুই লাখ টাকা পর্যন্ত ডাকঘর সঞ্চয় স্কিম কিনলে কোনো টিআইএন লাগবে না জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ডিমান্ড ডিপোজিট ৭ দশমিক ৫ এবং ফিক্সড টাইমে হবে ১১ দশমিক ২৮ যা আগের মতোই থাকছে। অতিরিক্ত বিনিয়োগ বন্ধে ডাকঘর সঞ্চয় ব্যাংকে অটোমেশন পদ্ধতি চালু হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী।
















