ডব্লিউএইচও সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্নের ঘোষণা দিলেন ট্রাম্প

- আপডেট সময় : ০৩:০০:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০
- / ১৫৭১ বার পড়া হয়েছে
বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচওকে দেয়া অনুদান স্থগিতের কয়েক সপ্তাহর মাথায় আনুষ্ঠানিকভাবে সংস্থাটির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্নের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
চীনের চাপে ডব্লিউএইচও করোনাভাইরাস নিয়ে বিস্তারিত তথ্য জানাতে ব্যর্থ হয়েছে বলে শুরু থেকেই অভিযোগ করে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট। চীনের প্রতি সংস্থাটির পক্ষপাতের অভিযোগও রয়েছে ট্রাম্পের। তার দাবি, ডব্লিউএইচও বেইজিংকে করোনভাইরাস মহামারী সম্পর্কে জবাবদিহিতার আওতায় আনতে ব্যর্থ হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বছরে ৪০ কোটি মার্কিন ডলার অনুদান দিত মার্কিন সরকার। তবে শুক্রবার ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, ‘অনুরোধ ও প্রয়োজন সত্ত্বেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা অভ্যন্তরীণ সংস্কার না করায় সব সম্পর্কের ইতি টানা হয়েছে এবং ওই তহবিল বিশ্বের অন্যান্য জনস্বাস্থ্য খাতে দান করা হবে।’যুক্তরাষ্ট্র করোনাভাইরাসের আঘাতে জর্জরিত শীর্ষ দেশ। চীনে ভাইরাস শুরু হলেও যুক্তরাষ্ট্রই এখন এর মূলকেন্দ্র। দেশটিতে আজকে পর্যন্ত আক্রান্ত সংখ্যা ১৮ লাখ ছড়িয়েছে। মৃতের সংখ্যাও লাখ ছাড়িয়ে গেছে।