ঠুনকো অজুহাতে বিধিনিষেধ ভেঙে ঘর থেকে বের না হবার পরামর্শ আইজিপি’র

- আপডেট সময় : ০৭:৫৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
ঠুনকো অজুহাতে ঘরের বাইরে বের না হতে আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ। দুপুরে ঢাকার সিদ্ধেশ্বরী হাইস্কুল মাঠে অসহায়-দুস্থদের মাঝে খাদ্য ও নগদ অর্থ বিতরণের সময় এ আহ্বান জানান তিনি। করোনা মহামারী থেকে আত্মরক্ষায় ব্যক্তিগত সচেতনতার বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।
করোনাকালে চলমান বিধিনিষেধের ফলে কাজ হারিয়ে সংকটে পড়েছে–এসব অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষ।
এমন পরিস্থিতিতে অসহায় ও দুস্থদের মাঝে খাবার ও নগদ অর্থ সহায়তার উদ্যোগ নেয় বাংলাদেশ দোকান মালিক সমিতি। বৃহস্পতিবার দুপুরে ঢাকার সিদ্ধেশ্বরী উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় দরিদ্রদের সহায়তা দেয়ার এই আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ প্রধান ড. বেনজির আহমেদ। আর বিশেষ অতিথি এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম এবং দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন।
দুস্থদের মাঝে খাবার বিতরণ ও নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ- সারাদেশে সহায়হীনদের পাশে দাঁড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
ঠুনকো অজুহাতে ঘরের বাইরে বের না হওয়ার আহবান জানান পুলিশ প্রধান।
এর আগে সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে ১ হাজার অসহায় ও ভাসমান দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে পুলিশ নারী কল্যাণ সংস্থা –
এ সময় সংগঠনটির সভাপতি ও আইজিপি’র সহধর্মিনী- জিসান মির্জা চলমান কঠোর লকডাউনে ত্রাণ সহায়তা অব্যাহত রাখার কথা জানান।