ঠিকাদার শাহাদাত হোসেনের জামিন কেন বাতিল হবে না জানতে চেয়ে রুল জারি

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প দুর্নীতি মামলায় ঠিকাদার শাহাদাত হোসেনের জামিন কেন বাতিল হবে না, জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
রোববার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ দুই সপ্তাহের জন্য এই রুল জারি করেছেন। এর আগে গেলো ২৭ আগস্ট পাবনার আদালত শাহাদাতকে জামিন দেয়। পরে সেই জামিন আদেশের বিরুদ্ধে রিভিশন করে বাতিলের আবেদন করে দুদক। শুনানি নিয়ে আজ এই আদেশ দেয় আদালত। গত বছরের ১২ ডিসেম্বর পাবনায় এ ঠিকাদারসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করে দুদক। ঐ প্রকল্পের একট ভবনের আসবাব ও অনান্য সামগ্রী অস্বাভাবিক দামে কেনায় এই মামলা হয়।