ঠাকুরগাঁওয়ে শ্রাবণী রায় হত্যাকারীর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

- আপডেট সময় : ০৭:০৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী শ্রাবণী রায় হত্যাকারীর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয়রা। এতে শ্রাবণীর বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী শিক্ষার্থীসহ স্থানীয়রা অংশ নেয় । এদিকে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে শ্রাবণী হত্যা মামলার আসামী সোহাগ বর্ম্মন।
সকালে সি,এম,আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে ঘন্টাব্যাপি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে তারা। এদিকে শ্রাবণী হত্যা মামলার এজাহারভুক্ত আসামী সোহাগ খুনের দায় স্বীকার করে জবানবন্দী দিয়েছে । শুক্রবার রাতে ঠাকুরগাঁও সদর থানায় এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান, সদর সহকারি পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ। গত বুধবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা-পল্টন গ্রামে বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে স্কুলছাত্রী শ্রাবণী রানী রায়কে হত্যা করা হয় ।