ঠাকুরগাঁওয়ের বেউড়ঝাড়ী সীমান্তে বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত

- আপডেট সময় : ০৫:৫৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৭১ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউড়ঝাড়ী সীমান্তে বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আমজানখোর ইউপি চেয়ারম্যান আকালু মোহাম্মদ।
নিহত সফিকুল ইসলাম খাটু উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউড়ঝাড়ী ছোট চডুইগেদি গ্রামের মৃত মো. আব্দুল হকের ছেলে। স্থানীয়রা জানান, সকালে ভারতের বড়বিল্লা সীমান্তের মাঝামাঝি স্থানে বিএসএফ সড়কের কালভার্টের নীচে কয়েকজন সঙ্গীসহ ফেনসিডিল আনতে যায় সফিকুল ইসলাম খাটু। এসময় বিএসএফ জওয়ানরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই সে নিহত হয়। পরে তার মরদেহ সঙ্গীরা কাধেঁ করে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসে। ঠাকুরগাঁও-৫০ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনাটি বেউড়ঝাড়ী সীমান্তে ঘটেছে। তবে কি ভাবে তার মৃত্যু হয়েছে এ বিষয়টি নিশ্চিত না। বিজিবি’র পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে।