ট্রেনে ধর্ষণকাণ্ড: খাবার সরবরাহকারী এস এ করপোরেশনের সকল কার্যক্রম স্থগিত

- আপডেট সময় : ১১:৪০:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
- / ২০২০ বার পড়া হয়েছে
সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসে এক তরুণীকে ধর্ষণের ঘটনায় পাহাড়িকা-উদয়ন এক্সপ্রেসের মোট ৪টি ট্রেনে খাদ্য সরবরাহের দায়িত্বে থাকা এস এ করপোরেশনের সকল কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসে ট্রেনে এক নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে রেলের খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের ৩ কর্মী বিরুদ্ধে। ভুক্তভোগীর দায়ের করা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ। গ্রেফতাকৃত মো. জামাল, মো. শরীফ, রাশেদুল ইসলাম সবাই রেলের খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এস.এ করপোরেশনের কর্মচারী। ইতোমধ্যে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী ওই নারী ট্রেনের বগিতে সিট না পেয়ে খাবারের বগিতে উঠেছিলেন। সেখানেই ওই ৩ কর্মচারী গণধর্ষণ করেছেন বলে ভুক্তভোগী নারী অভিযোগ করেছেন। বর্তমানে চট্টগ্রাম রেলওয়ে পুলিশের হেফাজতে রয়েছেন। স্বাস্থ্য পরিক্ষার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর কথা রয়েছে।