ট্রেনের বগি ধুতেই ৩৫ কোটি টাকার মেশিন বসাচ্ছে রেলওয়ে

- আপডেট সময় : ০২:১৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১
- / ১৫৮০ বার পড়া হয়েছে
ট্রেনের বগির কেবল বাইরের অংশ পানি দিয়ে ধুতেই ৩৫ কোটি টাকার বিদেশী মেশিন বসাচ্ছে রেলওয়ে। দেশে এই প্রথম অটোমেটিক ট্রেন ওয়াশিং প্লান্টের কাজ চলছে ঢাকা ও রাজশাহীতে। ২০১৯ সালে এগুলো উদ্বোধনের কথা ছিল। কিন্তু কাজ শেষ হয় নি। এখন বাড়ানো হয়েছে বাজেট। এধরনের প্লান্টের যৌক্তিকতার প্রশ্ন তুলে বিশ্লেষকরা বলছেন, অগ্রাধিকার ভিত্তিক কাজগুলোকে গুরুত্ব না দিয়ে মোটা অংকের টাকা অপচয়েই মনোযোগী রেলের কর্মকর্তারা।
সনাতনী প্রথার বদলে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ট্রেন ওয়াশ করতে চায় বাংলাদেশ রেলওয়ে। তাই আমেরিকার একটি প্রতিষ্ঠান ঢাকা ও রাজশাহীতে অটোমেটিক ট্রেন ওয়াশিং প্লান্ট বসানোর কাজ করছে কয়েক বছর ধরে।এই মেশিনে শুধুমাত্র আন্তঃনগর ট্রেনই পরিস্কার করার কথা ভাবা হচ্ছে।
পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক বলছেন, ট্রেনের বগিগুলোর বডি চকচকে রাখতে এই প্লান্ট বসানো হচ্ছে। তবে বগির ভেতর পরিস্কার করতে হবে জনবল দিয়েই।
বিশ্লেষকরা বলছেন, এ ধরনের বিলাসী প্রকল্প কেবল রাষ্ট্রের টাকা অপচয়েরই চেষ্টা।
এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে রেল মন্ত্রণালয়ের ২৫০টি ব্রড গেজ ও মিটারগেজ কোচ ক্রয় প্রকল্পের অধীনে এ দুটি প্লান্ট স্থাপন করা হচ্ছে। তবে আমেরিকান প্রতিষ্ঠানের প্রকৌশলীরা না আসায় শেষ মুহূর্তে থমকে আছে কাজ।