ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার দেড় ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ও উত্তরবঙ্গের সাথে ট্রেন চলাচল শুরু

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:১৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০
- / ১৫৭১ বার পড়া হয়েছে
গাজীপুরের ধীরাশ্রমে ঢাকাগামী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার দেড় ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ও উত্তরবঙ্গের সাথে ট্রেন চলাচল শুরু হয়েছে।
ধীরাশ্রম রেলওয়ে স্টেশন মাস্টার হেলাল উদ্দিন জানান, জামালপুর থেকে ঢাকাগামী কমিউটার এক্সপ্রেস সকাল পৌনে ১১টার সময় জয়দেবপুর স্টেশন ছেড়ে ধীরাশ্রম স্টেশনে ঢোকার আগ মুহূর্তে হঠাৎ ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে ওই রুটের কয়েকটি ট্রেন জয়দেবপুর ও টঙ্গী স্টেশনে আটকা পড়ে। পরে জয়দেবপুর থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার তৎপরতা শেষে দুপুর ১২টা১০ মিনিটের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।