ট্রেনকে ধ্বংসের দ্বার প্রান্তে নেয় বিএনপি-জামায়াত জোট সরকার : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:২৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
দেশের সবচেয়ে বড় গণপরিবহন রেলকে বিএনপি-জামায়াত জোট সরকার ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকার গেল ৩ মেয়াদে রেলপথকে সংস্কার এবং নতুন ভাবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি।
৩টি প্রকল্পের আওতায় নবনির্মিত ৬৯.২০ কিলোমিটার রেলপথে পাবনার রূপপুর, কুমিল্লার শশীদল এবং গাজীপুরের জয়দেবপুর ষ্টেশন থেকে ডুয়েলগেজ ডাবল লাইনের ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে সরকার প্রধান বলেন, নতুন সংযোগ স্থাপনে রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পে মালামাল পরিবহনে আর কোন অসুবিধা হবে না। এসময় অনলাইনে যুক্ত ছিলেন রূপপুর, জয়দেবপুর এবং শশীদলের স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী। দেশজুড়ে ছড়িয়ে থাকা রেল লাইনের উন্নয়নে সরকারের উদ্যোগের বিভিন্ন তথ্য তুলে ধরেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার ড. বিনয় জর্জ।


















