ট্রাম্পের জামাতা চলতি সপ্তাহে সৌদি ও কাতার সফর করবেন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা এবং হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা জেরার্ড কুশনার এবং তার টিম চলতি সপ্তাহে সৌদি আরব ও কাতার সফর করবেন।
মার্কিন গণমাধ্যম গুলো বলছে সৌদির নিওম শহরে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করবেন কুশনার। এর পরে তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সে দেশে গিয়ে দেখা করবেন। এই সফরের মাধ্যমে সৌদি আরব এবং কাতারের মধ্যে যেসব ইস্যু নিয়ে বিরোধ চলছে সেসব বিষয়ে সমাধান করে একটি চুক্তিতে পৌঁছাতে সৌদি আরব এবং কাতারের নেতাদের সঙ্গে আলোচনা করবেন কুশনার। দীর্ঘদিন ধরে চলমান এই সংকটের সমাধান চাচ্ছেন তিনি।