ট্রান্সকম ডিজিটালের আউটলেটগুলোতে এখন থেকে সনি টেলিভিশনের প্রায় সব মডেল পাওয়া যাবে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৫:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
- / ১৬১০ বার পড়া হয়েছে
গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে বিশ্ববিখ্যাত ব্র্যান্ডকে একই ছাদের নিচে আনতে চায় ট্রান্সকম ডিজিটাল। এরই অংশ হিসেবে ট্রান্সকম ডিজিটালের আউটলেটগুলোতে এখন থেকে বিশ্ব সেরা ব্যান্ড সনি টেলিভিশনের প্রায় সব মডেল পাওয়া যাবে বলে জানান, প্রতিষ্ঠানটির হেড অফ বিজনেস মিঃ রিতেশ রঞ্জন।
এ উপলক্ষ্যে বিকেলে গুলশানে অবস্থিত ট্রান্সকম ডিজিটালের আউটলেটে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ট্রান্সকম ডিজিটালের জেনারেল ম্যানেজার জানে আলম ও রেংস ইলেকট্রনিক্সের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার কালী চরণ দাস-সহ অন্য কর্মকর্তারা। গ্রাহক সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ট্রান্সকম ডিজিটাল কাজ করছে বলেও জানান রিতেশ রঞ্জন। ট্রান্সকম ডিজিটাল ও সনির এ কোলাবোরেশন অত্যন্ত ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেন প্রতিষ্ঠান দুটির কর্মকর্তারা।