ট্রাকের ধাক্কায় কাভার্ড ভ্যানের চালক নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১
- / ১৫৯০ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন এক কাভার্ড ভ্যানের চালক। এসময় গুরুতর আহত হয় গাড়ির হেলপার।
বুধবার মধ্যে রাতে বঙ্গবন্ধু সেতুর ১১ নম্বর পিলারের কাছে এ দুঘর্টনা ঘটে। স্থানীয় থানার ওসি জানান, ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষের ঘটনায় চালক ও হেলপারকে উদ্ধার করে সিরাজগঞ্জের শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পর চালক মারা যান। হেলপারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে বগুড়ায় স্থানান্তর করা হয়। নিহত চালকের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।






















