টোকিও অলিম্পিকে হতাশ করলেন আবদুল্লাহ হেল বাকি
- আপডেট সময় : ০৮:১৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১
- / ১৭৪৬ বার পড়া হয়েছে
টোকিও অলিম্পিকে হতাশ করলেন আবদুল্লাহ হেল বাকি। ১০ মিটার এয়ার রাইফেলের কোয়ালিফিকেশন রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন নৌবাহিনীর এই শুটার।
টোকিওর আশাকা শুটিং রেঞ্জে আবদুল্লাহ হেল বাকি প্রথম সিরিজের ১০ শ্যুটে স্কোর করেন ১০২.৮। বাকী পাঁচ শ্যুটে মিলে ৬১৯.৮ স্কোর করে বাছাইয়ে ৪৭ জনের মধ্যে ৪১তম হয়েছেন বাকি। যেখানে ৬৩২.৭ পয়েন্ট পেয়ে চীনের হাওরান ইয়াং শীর্ষস্থানে থেকে চূড়ান্ত পর্বে উঠেছেন। আর অষ্টম হয়ে চূড়ান্ত পর্বে যাওয়া সর্বশেষ শুটার চীনের লিহাও শেংয়ের পয়েন্ট ৬২৯.২। এর আগে ২০১৬ রিও অলিম্পিকে বাছাইয়ে ৬২১.২ স্কোর করে ৫০ জনের মধ্যে ২৫তম হয়েছিলেন বাকি। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো অলিম্পিকে অংশ নিয়ে করেছেন আগেরবারের চেয়েও বাজে। এদিকে, গেমসের তৃতীয় দিনে পদক তালিকার শীর্ষে চীন। ৫ গোল্ডসহ এক রৌপ্য ও তিন ব্রোঞ্জ তাদের। সমান ৫ গোল্ড হলেও, তিন পদক কম নিয়ে দুইয়ে স্বাগতিক জাপান।




















