টোকিও অলিম্পিকে ইতিহাস গড়লো ব্রাজিল

- আপডেট সময় : ০১:৫৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
টোকিও অলিম্পিকে ইতিহাস গড়লো ব্রাজিল। এ কীর্তি অবশ্য ফুটবল ইভেন্টের নয়, সার্ফিংয়ে। শুধুও টোকিও অলিম্পিকেই নয়; দ্য গ্রেটেস্ট শো অন আর্থের ইতিহাসের পাতায় প্রথম হিসেবে ঠাঁই পেল ব্রাজিলের নাম।
অলিম্পিকমঞ্চে এবারই প্রথম আয়োজিত সার্ফিং ইভেন্ট। আর প্রথমবারের মতো আয়োজিত এই ইভেন্টে স্বর্ণ জয় করলেন ব্রাজিলের ইতালো ফেরেইরা। জাপানের সুরিয়াগাসাকি সার্ফিং বিচে আটজন প্রতিযোগী নিয়ে শুরু হয় তিন দিনের সার্ফিং প্রতিযোগিতা। সেখানে মঙ্গলবার ১৫.৪ পয়েন্ট নিয়ে প্রতিযোগিতা শেষ করে সোনার পদক নিশ্চিত করেন ব্রাজিলিয়ান সার্ফার ইতালো। ২৭ বছর বয়সি ইতালো ৮.৮০ পয়েন্ট ব্যবধানে পেছনে ফেলেছেন জাপানি সার্ফার ইগারাশিকে। রৌপ্যপদক নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাকে। অলিম্পিকের ইতিহাসের পাতায় সবার ওপরেই থাকছে ব্রাজিল ও ইতালোর নাম। কোন দেশ এই ইভেন্টের সর্বপ্রথম স্বর্ণপদক জয়ী বললেই সেলেসাওদের নাম চলে আসবে স্বাভাবিকভাবেই।