টেস্ট চ্যাম্পিয়নশিপে আবারো ধরাশয়ী বাংলাদেশ

- আপডেট সময় : ১০:২৯:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
টেস্ট চ্যাম্পিয়নশিপে আবারো ধরাশয়ী বাংলাদেশ। রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের কাছে ইনিংস ও ৪৪ রানে হেরেছে টাইগাররা। নাসিম ও ইয়াসির শাহ’র বোলিং তোপে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬৮ রানে অলআউট মমিনুল হকের দল। প্রথম ইনিংসেও ব্যর্থ বাংলাদেশ।অলআউট হয় ২৩৩ রানে। জবাবে ৪৫৫ রান তোলে পাকিস্তান।
রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনই ইনিংস পরাজয়ের শঙ্কা ঊকি দিয়েছিলো। অবশেষ সেই শঙ্কাকে বাস্তবায়ন করলেন টাইগার ব্যাটসম্যানরা। ইনিংস পরাজয় এড়াতে যেখানে দরকার ছিলো ৮৬ রান। সেখানে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলতে পারলো ৪২ মাত্র রান। ফলে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের কাছে হার ইনিংস ও ৪৪ রানে হারলো বাংলাদেশ।
৪ উইকেটে ১২৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ভরসার প্রতীক আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মমিনুল হক ও লিটন। তবে, আস্থার প্রতিদান দিতে ব্যর্থ বাংলাদেশ অধিনায়ক। দলীয় ৪ রান যোগ করে ব্যক্তিগত ৪১ রানে সাজঘরে বাংলাদেশ অধিনায়ক। প্রতিরোধ গড়ার চেষ্টায় লিটন দাস ও রুবেল হোসেন। তবে, মোহাম্মদ আব্বাসের পেসে কাটা পড়ে এ দুয়ের ১১ ওভারের জুটি, ৫ রানে রুবেল হোসেন ফিরলে।
একপ্রান্ত আগলে রেখে লড়াই করেও, শেষ পর্যন্ত দলকে ইনিংস পরাজয়ের হাত থেকে দল বাঁচাতে পারেননি লিটন দাস। ২৯ রানে লিটন ফিরলে আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অলআউট হয় ১৬৮ রানে।
তার আগে, তৃতীয় দিনেও ব্যর্থতার বৃত্তে বন্দি টাইগার ব্যাটসম্যানরা। ২১২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতে সাইফ হাসানের উইকেট হারায় টিম টাইগার্স। তামিম ইকবালকে ফেরান ইয়াসির শাহ। এরপর ৭১ রানের জুটিতে ভরসা দিচ্ছিলেন মুমিনুল ও শান্ত।
তবে নাসিম শাহর তোপের মুখে ভেঙে পড়ে বাংলাদেশ। শান্ত, তাইজুল ও মাহমুদুল্লাহকে ফিরিয়ে চতুর্থ পাকিস্তানী হিসেবে হ্যাটট্রিক তুলে নেন নাসিম শাহ। আগের ইনিংসের হাফ সেঞ্চুরিয়ান মোহাম্মদ মিথুনও সুবিধা করতে পারেননি। ফিরেছেন গোল্ডেন ডাকে।
যে উইকেট এমন ধরাশয়ী বাংলাদেশ। সেই উইকেটকেই ব্যাটিং স্বর্গ বানিয়েছিলেন পাকিস্তানী ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২৩৩ রানের জবাবে শান মাসুদ ও বাবর আজমের সেঞ্চুরিতে
পাকিস্তান করে ৪৪৫ রান। টেস্ট চ্যাম্পিয়নশিপের খাতায় যে একটা বড় শূন্য নিয়ে পাকিস্তানে গিয়েছিলো বাংলাদেশ। অনন্ত সেই আক্ষেপ বয়ে বেড়াতে আরো কয়েকদিন। টেস্ট চ্যাম্পিয়নশিপের টানা তিন ম্যাচেই ইনিংস পরাজয়ে হার বাংলাদেশের। নি:সন্দেহে টাইগারদের এমন পারফরম্যান্স প্রশ্ন তুলবে বাংলাদেশের টেস্ট খেলার পরিপক্কতা নিয়ে।